ব্যক্তিগত সহায়তা প্রদানকারী
** কোভিড-১৯ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য **
করোনাভাইরাস মহামারির এই সময়ে ব্যক্তিগত সহকারীরা কিছুটা হলেও ঝুঁকির মধ্যে রয়েছেন। এটা এই অর্থে যে, তাদের পক্ষে কর্মস্থলে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। আর সেই কারণেই প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যক্তিগত সহকারীদের জন্য মাস্ক এবং/অথবা মুখে পরার বর্ম/শিল্ড, একবার ব্যবহারোপযোগী গ্লাভস ও এপ্রোনসহ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে কী করণীয় সে সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে সবসময় যার যার দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা পড়তে হবে।
**************************
ব্যক্তিগত সহকারী (পিএ) পরিচর্যাকারী থেকে আলাদা। ব্যক্তিগত সহকারীকে সাধারণত কেউ একজন নিয়োগ দেন। যার কাজ হলো প্রতিবন্ধিতা বা বয়সের কারণে সাহায্য দরকার এমন ব্যক্তিকে যতোটা সম্ভব স্বাধীনভাবে জীবনযাপন করার কাজে সহায়তা করা। একজন ব্যক্তিগত সহকারী প্রতিবন্ধী ব্যক্তিকে তার দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে সহায়তা করেন, কিন্তু এক্ষেত্রে ব্যক্তিগত সহকারী কি করবেন সেটা নির্ধারণ করেন প্রতিবন্ধী বা প্রবীণ ব্যক্তি। এমনকি প্রয়োজনে ব্যক্তিগত সহকারী ব্যক্তিগত যত্নেও সহায়তা করতে পারেন, যেমন, গোসল করানো ও পোশাক পরতে সাহায্য করা। একজন ব্যক্তিগত সহকারী যে পরিবারের সদস্যই হবেন তা কিন্তু নয়। তিনি যে কেউ হতে পারেন, তবে তার অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা করার বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ব্যক্তিগত সহায়তার ক্ষেত্রে বিভিন্ন আইন ও অনুশীলন রয়েছে।
জরুরি পরিস্থিতিতে প্রায়শ দেখা যায় যে, পরিচর্যাকারী এবং/অথবা ব্যক্তিগত সহকারীর উপর নির্ভরতা বাড়ে। যে কারণে জরুরি পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা করার সময় প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুদের জন্য ব্যক্তিগত সহকারী নিয়োগ করার পরিকল্পনা রাখতে হবে এবং সেই অনুযায়ী বাজেট করতে হবে। আপনার চাহিদা মূল্যায়ন কার্যক্রমে বিভিন্ন ধরনের পরিস্থিতি ও সহায়তা করার বিষয়গুলো বিবেচনায় রাখুন: বাড়িতে গিয়ে পরিচর্যা সেবা দেয়া (যাকে কখনো কখনো আউটরিচ কার্যক্রমও বলা হয়)।