হাত ধোওয়া
**কোভিড-১৯ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য**
শারীরিক দূরত্ব মেনে চলাসহ নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোওয়া করোনাভাইরাস বিস্তার রোধে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থা। হাত ধোওয়া জীবন রক্ষাকারী ব্যবস্থা এবং নিজে খাওয়ার কিংবা অন্যকে খাওয়ানোর আগে, টয়লেটে যাওয়ার আগে ও পরে, সংক্রামিত হতে পারে এমন স্থানগুলো স্পর্শ করার পর সাবান পানি দিয়ে উভয় হাত ধুয়ে নেওয়া উচিত্। এটি একদিকে মানুষকে করোনাভাইরাস আক্রান্ত হওয়া থেকে রক্ষা করার পাশাপাশি তাদের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানো প্রতিরোধ করবে।
পানি, পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত সকল ধরনের ওয়াশ কর্মসূচিতে অবশ্যই প্রত্যেকের হাত ধোওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা উচিত্ এবং এই তথ্য সকলের কাছে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া উচিত্। এবং হাত ধোওয়ার সামগ্রী প্রত্যেকের ব্যবহার উপযোগী করা দরকার।
হাত ধোওয়ার অবকাঠামো/ ব্যবস্থা এমন স্থানে রাখা দরকার যাতে সবাই দেখতে পায়, কারণ তাদের দৃশ্যমানতা মানুষকে এটি ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ। মূল ও সহজে পড়া যায় এমন বার্তা এবং শিক্ষণীয় ছবিগুলো অবশ্যই পানির অবকাঠামোর কাছাকাছি রাখা উচিত্।
*****************
"টিপি ট্যাপ" হলো এক ধরনের প্রবাহমান পানি দ্বারা হাত ধোওয়ার ব্যবস্থা, যা সহজেই তৈরি করা যায়। বাড়িতে থাকা পানির ছোট বড় আকারের বোতল কিংবা ক্যান ব্যবহার করে এই পদ্ধতির পানির ট্যাপ তৈরি করা যায়। কীভাবে তৈরি করতে হবে সেটা নিচে ছবি ও বর্ণনার মাধ্যমে দেখানো হলো। তবে একটা কথা মনে রাখতে হবে এই ধরনের পানির বোতল কিছুদিন পর পর বদলানোর দরকার হতে পারে। তাই নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে, অন্তত মাসে একবার পরীক্ষা করে দেখতে হবে।
এখানে কীভাবে এটি নিজে নিজে তৈরি করবেন সেটা বলা হলো, ছবির সাথে মিলিয়ে বুঝে নিন:
- দুই থেকে পাঁচ লিটার ধারণ ক্ষমতার একটি প্লাস্টিক বোতল নিন যাতে একটা অংশে ফাঁপা একটি হাতল বা হ্যান্ডেল আছে। আগেভাগে বোতলটি ভালোভাবে পরিস্কার করে নিন;
- এবার বোতলের হাতলটি একটি মোমের শিখায় গরম করুন, যতোক্ষণ পর্যন্ত না প্লাস্টিকটি নরম হয়;
- নরম হওয়া প্লাস্টিকের জায়গাটি চেপে বন্ধ করে দিন। এবার একটি লোহা/পেরেক গরম করে চেপে দেওয়া জায়গার উপর দিকে একটি গর্ত তৈরি করুন। এবার এই বোতলের গর্তের উল্টোপাশে বোতলের গায়ে একই উচ্চতায় দু'টি গর্ত করুন;
- শেষে করা দু'টি গর্তের মধ্যে (ছবির মতো) রশি লাগিয়ে বোতলটি ঝুঁলানোর ব্যবস্থা করুন;
- এবার বোতলের তিন-চতুর্থাংশ পরিস্কার পানি দিয়ে পূর্ণ করুন। বোতলের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দিন;
- এবার বোতলটিতে চাপ দিন যাতে করে হাতলের ফাঁপা অংশে পানি ভর্তি হয়;
- এবার বোতলটিকে পেছন দিকে ঠেলে দিন। দেখুন যে হাতলের ফাঁপা অংশে থাকা পানি প্রথম করা ছিদ্রটি দিয়ে বের হচ্ছে যা হাত ধোওয়ার জন্য যথেষ্ট।