কুয়া
নতুন কুয়া বা কূপ তৈরির সময় কিংবা আগে তৈরি করা কোন একটি কুয়াকে ব্যবহার উপযোগী করার সময় সাধারণ কিছু ব্যবস্থা নেওয়ার দরকার হতে পারে; যাতে করে প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের জন্য কুয়া থেকে নিরাপদে পানি সংগ্রহ করা সহজতর হয়।
কুয়া থেকে পানি তোলার জন্য যদি কোন যন্ত্র ব্যবহার করা হয় তাহলে একটি খাঁজ কাটা চাকতি ব্যবহার করলে কাজটি করা অনেক সহজ হয়ে যায়। নিচের ছবিতে দেখুন এখানে ব্যবহৃত চাকতিটি রশি বা দড়িকে ঘোরাতে ও আটকে রাখতে সাহায্য করছে।
একটি অগভীর কুয়ার উপর একটি সাধারণ ধরনের পুলি লাগিয়ে (নিচের ছবিতে দেখুন) আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারি, যেমন:
- রশি দিয়ে পানি উপরে তোলার কাজটি অনেক সহজ হয়;
- এই ব্যবস্থায় একজন ব্যক্তি কুয়ার মধ্যে ঝুঁকে কিংবা একদম কুয়ার কিনারে না গিয়েও দাঁড়িয়ে কিংবা বসে পানি তোলার কাজটি করতে পারেন। তিনি কুয়ার পাশে বসে অনায়াসে পানি তোলার কাজটি করতে পারেন।
পানি যদি ভূপৃষ্ঠের নিচে ৭ মিটারের মধ্যে থাকে তাহলে ট্রেডেল পাম্প বসিয়ে পানি তোলার সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত হতে পারে। এই ধরনের পাম্প পা দিয়েই চালানো যায়। এক্ষেত্রে পাম্প ব্যবহারকারী একটি ধাতব বারের সাথে লাগানো দুটি লম্বা কাঠের টুকরোর উপর দাঁড়িয়ে একটির পর অন্যটিতে চাপ বা ধাক্কা দেয় (ছবিতে দেখুন)। অগভীর কুয়া থেকে পানি তুলে আনার জন্য কাঠের বিমের সাথে জোড়া সিলিন্ডার সাকশন পাম্প যুক্ত থাকে। এটি হাত বা পা দিয়ে চালানো যায়। প্রতিবন্ধী ব্যক্তির পক্ষেও এটি পরিচালনা করা সম্ভব।
আপনি প্রতিবন্ধী, বয়স্ক ও অল্প বয়সীদের পানি দেওয়ার জন্য উম্মুক্ত কুয়া ব্যবহার করতে চান এবং সেখানে পানি তোলার জন্য কারিগরি ব্যবস্থা যেমন পুলি ইত্যাদি না থাকে তাহলে আপনাকে যা করতে হবে:
- ব্যবহারকারীদের সকলের চাহিদার দিকে লক্ষ্য রেখে কুয়ার চারদিকে বিভিন্ন উচ্চতার দেয়াল তুলতে হবে। যেমন: পূর্নবয়স্ক স্বাভাবিক উচ্চতার ব্যক্তিদের ব্যবহারের জন্য তাদের কোমরের কাছাকাছি উচ্চতার (আনুমানিক ০.৮ মিটার বা পৌনে তিন ফিট) দেয়াল তুলতে হবে। এটি অবশ্যই মজুবত হতে হবে যাতে করে এর উপর ঝুঁকে যখন কেউ পানি তুলবে তখন যেন কুয়া ব্যবহারকারী ব্যক্তির ওজন সামলাতে পারে। আবার এই কুয়া একইসঙ্গে প্রতিবন্ধী ব্যক্তি বা হুইলচেয়ার ব্যবহারী ব্যবহার করেন কিংবা এমন কেউ ব্যবহার করেন যিনি দাঁড়িয়ে নয়, কুয়ার পাশে বসে পানি তুলবেন, সেক্ষেত্রে কুয়ার দেয়ালের উচ্চতা ০.৫০ মিটার বা পৌনে দুই ফুট হতে হবে। একই কুয়ার বিভিন্ন দিকে বিভিন্ন উচ্চতার দেওয়াল হতে পারে।
- কুয়ার চারদিকে তোলা দেয়ালের উপরটা কাঠ কিংবা কংক্রিট দেয়া যেতে পারে তাতে একটি সমতল স্থান তৈরি হবে এবং এর উপর হাতল লাগানো যেতে পারে, তাতে ঝুঁকে পানি তোলার কাজটি আরো সহজ হবে এবং পানি তোলার পর পানির পাত্র রাখার একটা জায়গা হবে। এছাড়াও এটি পানি দূষণের ঝুঁকি ও দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করবে।
কুয়ার সামনে বা চারপাশে প্রবেশগম্য খোলা জায়গা থাকার দরকার রয়েছে। হ্যান্ডপাম্প/ হস্তচালিত কল এর ক্ষেত্রে প্রবেশগম্য জায়গা থাকতেই হবে। কুয়ার চারপাশের বা সামনের খোলা জায়গা অবশ্যই অ-পিচ্ছিল এবং হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য পর্যাপ্ত পরিমাণে প্রশস্ত হতে হবে। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যেন দড়ি, লাঠি ইত্যাদির সহায়তা নিয়ে কুয়া থেকে পানি তুলতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আর এই ধরনের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কূপ/কুয়াটি প্রত্যেকের জন্য ব্যবহার উপযোগী হবে।
নিচে কুয়ার সামনে ও চারপাশে প্রবেশগম্য খোলা জায়গা রাখার উদাহরণ দেয়া হলো। আপনি আপনার এলাকা ও প্রেক্ষাপটের সাথে মিলিয়ে জায়গা রাখতে পারেন:
আবারো স্মরণ করিয়ে দিচ্ছি যে, একটি উন্নতমানের নকশা নিশ্চিত করার জন্য আপনাকে নকশা প্রণয়নকালে অবশ্যই প্রতিবন্ধী নারী ও পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।