হাতে ধরার রেলিং

শারীরিক প্রতিবন্ধিতা, বুদ্ধি প্রতিবন্ধিতা, বয়স, অসুস্থতা কিংবা অন্য যে কোন কারণে চলাচলে ধীর ব্যক্তি কিংবা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা করার উদ্দেশ্যে র‍্যাম্প কিংবা সিড়ির উভয় পাশে রেলিং লাগাতে হবে।

আরেকটি বিষয় হলো ছবির মতো দুইটা রেলিং দুই উচ্চতায় লাগাতে হবে। একটি লাগাতে হবে ৯০ সেন্টিমিটার উচ্চতায় এবং অন্যটি ৭০ সেন্টিমিটার উচ্চতায় (শিশু ও খাটো আকৃতির মানুষের জন্য)।

একটি বাড়ির বাইরে র‍্যাম্পের নকশাতে দুই উচ্চতায় রেলিং রাখা হয়েছে।
© CBM 2015

রেলিংয়ের উপরের দিকটা সিলিন্ডার বা নলাকার হওয়া উচিত যাতে সহজেই ধরা যায়। আর নলাকার আকৃতির এই রেলিংয়ের ব্যাস হবে ৪০ থেকে ৫০ মিলিমিটার বা দেড় থেকে দুই ইঞ্চি।

হাতে ধরার রেলিংয়ের জন্য নকশা দেখানো হয়েছে।
© CBM 2015
সবচেয়ে ভালোভাবে ধরা যায় এমন রেলিংয়ের নকশার চিত্র মাপসহ দেয়া হয়েছে।
© CBM 2015

নিরাপত্তার বিবেচনায় ৪০ সেন্টিমিটার বা ১৬ ইঞ্চির চেয়ে উচুঁ র‍্যাম্পে অবশ্যই রেলিং লাগানো উচিত্‌ এবং সেগুলো অতোটা শক্ত ও মজবুত হওয়া দরকার যাতে শরীরের ওজন ধরে রাখতে পারে।

Sources
Handicap International Mali, L’inclusion des groupes vulnerables dans les situations d’urgence, 2014
CBM. Inclusive post-disaster reconstruction: Building back safe and accessible for all. 2015
Top of page