মেঝে

মেঝে এবং ভূমি পৃষ্ঠ অবশ্যই শক্ত ও মজবুত হতে হবে এবং পিচ্ছিল হওয়া চলবে না। এছাড়াও মেঝে হতে হবে পরিস্কার পরিচ্ছন্ন এবং ভাঙ্গাচোরা বা জঞ্জাল মুক্ত।

মেঝে কেমন হওয়া উচিত্‌ সে নিয়ে এখানে কয়েকটি টিপস/পরামর্শ দেয়া হলো:

  • প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কাজ কিংবা বসবাস করার ক্ষেত্রে মেঝে সবসময় জঞ্জালমুক্ত রাখতে হবে, কারণ যে কোন ধরনের বাধা চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির বিপদ ঘটাতে পারে।
  • চলার পথ জঞ্জালমুক্ত এবং সুস্পষ্টভাবে চিহ্নিত থাকতে হবে।
  • র‍্যাম্প কিংবা সিমেন্ট দিয়ে তৈরি অন্য যে কোন মেঝে অবশ্যই খসখসে করে নির্মাণ করতে হবে, যাতে করে পানিতে কিংবা ভেজা অবস্থায় পিচ্ছিল না হয়।
  • রেলিং বসাতে হবে, বিশেষ করে চলাচলের রাস্তায়, যাতে করে প্রয়োজনে সহায়তা পাওয়া যায়।
Top of page