নগদ অর্থ সরবরাহ ব্যবস্থা
নগদ অর্থ সরবরাহের প্রতিটি ব্যবস্থাতেই কারো না কারো জন্য কিছু না কিছু বাধা থাকে। এই অবস্থায় ঝুঁকিতে থাকা বিভিন্ন গ্রুপগুলোর সাথে, বিশেষ করে স্বাভাবিক ক্রিয়াকর্ম করা- এবং চলাচলের সীমাবদ্ধতা আছে এমন মানুষদের সাথে পরামর্শ করা এবং বিভিন্ন ধরনের নগদ অর্থ সরবরাহ ব্যবস্থার বিশ্লেষণের মাধ্যমে (আপনার এলাকার) মানবিক সহায়তার প্রেক্ষাপটে সর্বাধিক উপযোগী পদ্ধতি নির্বাচন করা যেতে পারে।
- সরাসরি নগদ অর্থ বিতরণ করাটা প্রবেশগম্যতার বিবেচনায় ইলেকট্রনিক পদ্ধতিতে বিতরণ করার চেয়ে উত্তম; কারণ ইলেকট্রনিক পদ্ধতিতে বিতরণ করা হলে ব্যাংকে, মোবাইল ব্যাংকিংয়ে কিংবা এটিএম বুথে যাওয়ার মতো প্রবেশগম্যতার বিষয়গুলো চলে আসবে, যেখানকার জটিলতাগুলো নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু যা কার্যক্রম বিস্তারের ক্ষেত্রে বা বেশি সংখ্যক মানুষের কাছে নগদ অর্থ পৌঁছানোর ক্ষেত্রে হয়তো সীমাবদ্ধতা তৈরি করবে।
- আবার, ইলেকট্রনিক পদ্ধতিতে (মোবাইল ব্যাংকিং, ব্যাংকে স্থানান্তর ইত্যাদি) নগদ অর্থ বিতরণ প্রবেশগম্যতা ও নিরাপত্তা বাড়ায়, কারণ গ্রহীতা তার পছন্দ মতো সময়ে ও পছন্দের জায়গা থেকে নগদ অর্থ সংগ্রহ করতে পারেন।
অন্তর্ভুক্তিমূলক করার পরামর্শ বা টিপর:
- অন্ধ ব্যক্তি, শারীরিক প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের ঝুঁকিতে থাকা গ্রুপগুলোর নারী, পুরুষ ও শিশুদের সাথে ফোকাস গ্রুপ আলোচনা করে সরবরাহ/বিতরণ ব্যবস্থা থেকে নগদ অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে নগদ অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও চর্চাগুলো এবং তারা যে ধরনের বাধাগুলোর সম্মুখীন হয় তা জানুন।
- আর্থিক সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে দেয়া নগদ অর্থ সরবরাহ ব্যবস্থাগুলোর ভৌত অবকাঠামোগত-, তথ্যগত-, এবং প্রাতিষ্ঠানিক বাধাগুলো বিশ্লেষণ করুন।
- এমন একটি সরবরাহ/বিতরণ ব্যবস্থা বেছে নিন যেখান থেকে ঝুঁকিতে থাকা গ্রুপগুলোর সদস্যরা তৃতীয় কারো সাহায্য ছাড়া নিজেরাই অর্থ সংগ্রহ করতে পারে। (বাছাই করার স্বাধীনতা এবং নিজে স্বাধীনভাবে অর্থ সংগ্রহ করতে পারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করার ক্ষেত্রে নগদ অর্থ বিতরণ ব্যবস্থা বেছে নেওয়ার মূল সুবিধা।)
- যদি নগদ অর্থ সরবরাহ ব্যবস্থায় মোবাইল ফোন, ব্যাংক একাউন্ট কিংবা আইডি কার্ড বা পরিচয় পত্র ইত্যাদির দরকার হয় তাহলে এটি নিশ্চিত করুন যে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের যেন প্রয়োজনীয় সহযোগিতা করা হয়, যাতে তারা অন্যদের মতোই নগদ অর্থে সমান প্রবেশাধিকার ও সুবিধা লাভ করতে পারে। তাদেরকে সহায়তা করতে বিদ্যমান কমিউনিটিভিত্তিক সেবা ব্যবস্থা এবং স্থানীয় প্রতিনিধিত্বশীল সংস্থাগুলোকে সম্পৃক্ত করুন।
- আর্থিক সেবা প্রদানকারী সংস্থাগুলোর বিতরণ ব্যবস্থায় থাকা বাধাগুলো কিংবা বৈষম্যমূলক নীতিমালা সম্পর্কে তাদেরকে অবগত করুন এবং সমস্যাগুলোর সমাধানে/কাটিয়ে উঠার ক্ষেত্রে তাদেরকে সহায়তা করুন।
Sources
CBM Global, Disability Inclusive Cash Assistance, Learnings from practice in Humanitarian Response, 2021
Sossouvi, K. E-transfers in emergencies Implementation support guidelines. Cash Learning Partnership (CaLP). 2013