প্রতিবন্ধকতা
**কোভিড-১৯ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য**
স্বাস্থ্য বিষয়ে প্রবেশগম্যতা, সামাজিক-অর্থনৈতিক সহায়তা এবং বৃহত্তর অংশগ্রহণের মতো বিষয়গুলোতে যে ধরনের প্রতিবন্ধকতা বা বাধাগুলো ক্রমবর্ধমানভাবে কোভিড-১৯ মোকাবেলার সাথে যুক্ত হতে দেখা যাচ্ছে। এই অবস্থায় নিচের বিষয়গুলোতে মনোযোগ দেওয়া দরকার:
- স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকারের তালিকায় না রাখা: ট্রায়াজ প্রটোকলের মাধ্যমে জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা ও চিকিত্সা দেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধিতা, বয়স কিংবা জেন্ডারের ভিত্তিতে বৈষম্য করা উচিত নয়। ট্রায়াজ প্রটোকল হলো সীমিত সম্পদের কারণে কে আগে চিকিত্সা সেবা পাবে সেটা নির্ধারণ করার একটি প্রক্রিয়া।
- জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সামাজিক সেবা যেমন ব্যক্তিগত সহায়তা, পুনর্বাসন, বীমা প্রকল্প ও অত্যাবশ্যকীয় ওষুধের সরবরাহ যেন ব্যাহত না হয় সেটা সবসময় নিশ্চিত করতে হবে। আর সে কারণে আপনি যখন কোন কার্যক্রমের পরিকল্পনা করবেন তখন নিরূপণ প্রক্রিয়ায়, যে কোন ধরনের বিতরণ প্রক্রিয়ায় কিংবা নগদ অর্থ হস্তান্তর-সহ পুরো কার্যক্রম বাস্তবায়নকালে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা নিশ্চিত করতে হবে। এমনকি মনিটরিং বা পরিবীক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রেও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত রাখতে হবে।
- প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে ও তাদের প্রতি কুসংস্কার, কালিমা লেপন, বিদ্বেষ, পূর্বধারণার ভিত্তিতে কথা বলার মতো ঘটনা বাড়ে। যেমন, কেউ কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ভয় থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাযত্ন করতে অস্বীকার করতে পারে কিংবা কেউ মনে করতে পারে যে, একজন প্রতিবন্ধী ব্যক্তি বর্তমান পরিস্থিতিতে তার কাজ চালিয়ে নিতে পারবে না এবং তারা কতোটা ঝুঁকির মুখে আছে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়ে নেয়।
- নতুন অংশীদারিত্ব করার সময় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এবং তাদের প্রতি পূর্ব ধারণার ভিত্তিতে কোন কিছু বলা কিংবা তাদেরকে যাতে অপবাদ দেয়া না হয় সে লক্ষ্যে অ্যাডভোকেসি কার্যক্রম অন্তর্ভুক্ত করতে হবে এবং এই কাজে ডিপিও বা প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনকে সম্পৃক্ত করতে হবে।
*****************
প্রতিবন্ধকতাগুলো হলো বাধা যা ব্যক্তিকে একটি সমাজে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করা থেকে বিরত রাখে। কিংবা বলা যায় যে তাকে অংশগ্রহণ করতে দেয় না। প্রতিবন্ধকতাগুলো হতে পারে পরিবেশগত (যার মধ্যে থাকতে পারে অবকাঠামোগত বাধা এবং যোগাযোগ সংক্রান্ত বাধা), দৃষ্টিভঙ্গিগত বা প্রতিষ্ঠানগত বাধা। আমাদের দৈনন্দিন জীবনে যে পরিবেশে আমরা বাস করি সেখানে অনেক ধরনের বাধা থাকে এবং মানবিক জরুরি অবস্থাকে আমরা একটি সুযোগ হিসেবে নিতে পারি যখন এই ধরনের বাধাগুলো দূর করার জন্য আমরা একটি কার্যকরী ও টেকসই ব্যবস্থা গ্রহণ করতে পারি।